ফ্রিল্যান্সারদের ইংলিশ স্কিল বাড়ানোর জন্য ৮টি গুরুত্বপূর্ণ টিপস
Manage episode 340095306 series 3242291
ফ্রিল্যান্সিং মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এই কাজটি করে বাংলাদেশের অনেকেই হাজার হাজার ডলার ইনকাম করছে। আবার অনেকে ভালো কাজ জানা সত্ত্বেও শুধু মাত্র ইংলিশে যোগাযোগ দক্ষতার অভাবে কাজ পাচ্ছে না।
এই পডকাস্টে ফ্রিল্যান্সারদের জন্য ইংলিশ স্কিল বাড়ানোর কিছু টিপস নিয়ে আলোচনা করবো। এই টিপসগুলো ফলো করলে একজন ফ্রিল্যান্সারকে আর ক্লায়েন্টদের সাথে ইংলিশে কথা বলতে কোন সমস্যা ফেইস করতে হবেনা বলে আমার বিশ্বাস।
মার্কেটপ্লেসে প্রচুর চাহিদা আছে এমন ১৮ রকমের ভিন্ন ভিন্ন কাজ শিখে সফলতার সাথে ফ্রিলান্সিং ক্যারিয়ার শুরু করতে চাইলে জয়েন করে ফেলুন বেষ্টসেলিং এই Fiverr Success কোর্সে 👉 https://www.msbacademy.com/course/fiverr-success
71 episodes